আবর্জনা পরিস্কার অভিযানে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা

আবর্জনা পরিস্কার অভিযানে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক

গাজীপুরের পূর্ব মৌচাক এলাকায় বাসা বাড়ির ময়লার স্তূপ পরিস্কার করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, ছাত্র-জনতা আন্দোলনের পর থেকে সেখানকার রাস্তার বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ফেলার কারণে বাতাসের সাথে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছিলো।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বাসা বাড়ির ময়লা ও রাস্তাঘাটে ছিটিয়ে থাকা আবর্জনা পরিস্কার করতে যায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় মাসুদ পারভেজ ও মহসিনসহ এবং সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শিক্ষার্থী ও সাধারণ মানুষ বলছে, যারা ময়লা আবর্জনা সরানোর কাজে ছিলেন তাদের কাছ থেকে চাঁদা নিতেন মাসুদ পারভেজ ও মহসিন। তাদের টাকা না দিয়ে ময়লা সরানো যাবে না বলে হুমকি দেয়া হয়। এবং সাধারণ ছাত্র জনতার উপর হামলা করে তারা।

হামলার প্রতিবাদে আজ বিকেলে ছাত্র জনতা পূর্ব মৌচাক এলাকায় মানববন্ধন করেন।

মানববন্ধনে তারা বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় ছাত্র-জনতা। এ সময় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী উপস্থিত ছিলেন।

news24bd.tv/SC