যত দ্রুত সম্ভব মানুষের জীবন রক্ষা করতে হবে: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

যত দ্রুত সম্ভব মানুষের জীবন রক্ষা করতে হবে: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগে থেকে এ বন্যার পূর্বাভাস ছিল না। উজান থেকে হঠাৎ করেই পানির ঢল নামে। তবে ভারত পানি ছেড়েছে বলে যা শোনা যাচ্ছে, সেটার তথ্য আমাদের কাছে নেই। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টামণ্ডলীর বৈঠক শেষে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  

তিনি আরও বলেন, আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।

উপদেষ্টা বলেছেন, মানুষের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখার জন্য চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যায় যত দ্রুত সম্ভব মানুষের জীবন রক্ষা করতে হবে এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

এসময় সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে বন্যা নিয়ন্ত্রণে কাজ করতে হবে, সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ফারুক-ই-আজম।

news24bd.tv/SHS