বাংলাদেশকে আরও ৭ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অঙ্গীকার চীনের

ফাইল ছবি

বাংলাদেশকে আরও ৭ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অঙ্গীকার চীনের

অনলাইন ডেস্ক

আগের সরকারের ঋণের চাপ জাতির ঘাড়ে থাকায় এসব ঋণ নিয়ে সংকটে আছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে তা কাটিয়ে উঠতে ঋণদাতা দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, চীন ও কানাডাকে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দেয়ার জন্য।

তাদের সঙ্গে এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

বর্তমানে বাংলাদেশের কাছে চীন চার বিলিয়ন ডলার পাওনা আছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে চীন আরও সাত বিলিয়ন ডলার ঋণ দেবে বলে অঙ্গীকার করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বানিজ্য উপদেষ্টা বলেন, এক হাজার টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই সরকারের।

news24bd.tv/SHS