খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে পাঠানো হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে পাঠানো হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানান, নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বিএনপি মহাসচিব  জানান, চিকিৎসার জন্য দ্রুতই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে।

এসময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল।

এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির  সদস্যপদ দেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক