রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা

রংপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ হয়।

রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক

রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে এ উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছেন কারারক্ষীরা।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান।

সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ কয়েদিদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান।  

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, সকাল সোয়া ৮টার পর কারাগারের ভেতরের গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই কয়েদির মধ্যে ঝগড়া বাধে। তারা হলেন- বাহার ও রফিকুল। একপর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

news24bd.tv/DHL