অন্তর্বর্তী সরকার সব ধরনের বৈষম্য দূর করবে: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

অন্তর্বর্তী সরকার সব ধরনের বৈষম্য দূর করবে: সুপ্রদীপ চাকমা

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, `পার্বত্য চট্টগ্রামে কোনো অঘটন চাই না। সেখানে পার্বত্য চুক্তির বাস্তবায়ন চাই। অন্তর্বর্তী সরকার সেভাবে কাজ করবে।

’ 

দায়িত্ব নেওয়ার প্রথম দিন আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, ১৯৯৭ সালে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে তা বাইবেল না। কোথায় সমস্যা আছে তা নিয়ে আলোচনা হতে পারে। এর মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে বলে আশা করা যায়।

 

সুপ্রদীপ চাকমা বলেন,  ৩৪ বছর সরকারি চাকরি করেছি। উন্নয়ন সেক্টর খাতে কাজ করেছি। অন্তবর্তীকালীন সরকার সব ধরনের বৈষম্য দূর করবে। চ্যালেঞ্জ অনেক। এতদিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সেভাবে হয়নি। সেখানে অনেক কিছু করার আছে। সেখানে অন্তর্ভুক্তমূলক পরিকল্পনা নিতে হবে। পাবর্ত্য চট্টগ্রামকে সযত্নে লালন পালন করতে হবে। তাহলে সেখানে কর্মসংস্থান বাড়বে। অন্যরাও সেখানে কাজ করতে পারবে।

news24bd.tv/আইএএম