রাশিয়ার ভূখণ্ডে সেনা প্রবেশের কথা স্বীকার জেলেনস্কির, হামলা জোরদার

ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার ভূখণ্ডে সেনা প্রবেশের কথা স্বীকার জেলেনস্কির, হামলা জোরদার

অনলাইন ডেস্ক

সীমান্ত পার হয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনারা বড় ধরনের হামলা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১০ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি এ কথা স্বীকার করেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের ২০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে তীব্র যুদ্ধ করছে রুশ সেনারা।

গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা।

আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কুরস্ক শহরের একটি নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে।


 
এরইমধ্যে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ৭৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রাশিয়া। চলতি সপ্তাহে অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের পর এ পদক্ষেপ নিল দেশটি।
 
ইউক্রেনের হামলার মুখে শনিবার ইউক্রেন সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এ হামলাকে ‘সন্ত্রাসবাদবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করছে।
 
অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী কিয়েভেও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

news24bd.tv/DHL