নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

অনলাইন ডেস্ক

রাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মানবাধিকার এবং পরিবেশবাদী আইনজীবি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।  

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ নিয়োগ পান মো. আসাদুজ্জামান। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

আইন ও বিচার বিভাগের সচিব  গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

 

এর আগে, গতকাল বুধবার পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

news24bd.tv/SHS