কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর থেকে আরও পাঁচ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে চলমান সহিংসতার জেরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় এসব শিশুর মৃত্যু হয়।
এ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) একদিনে পৃথক স্থান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার হলো।
প্রসঙ্গত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে ফের বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।
এ ঘটনার পর দুপুরে প্রথম দফায় শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আরও ২২ জন। এরমধ্যে আরও ৫ শিশুর মরদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা সৈকতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার স্থানীয় এক মসজিদে নিয়ে আসে।
খবর পেয়ে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনরা মরদেহ নিয়ে যায় বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
news24bd.tv/কেআই