অবিলম্বে সংসদ ভেঙ্গে দেয়ার আহ্বান মির্জা ফখরুলের

ফাইল ছবি

অবিলম্বে সংসদ ভেঙ্গে দেয়ার আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

অবিলম্বে সংসদ ভেঙ্গে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চলমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি।

অনেক দিন পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাসসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এদিকে টানা ২৬ দিন বন্ধ থাকার পর সকালেই খুলেছে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার (০৬ ‍আগস্ট) সকাল ৭টায় কার্যালয়ের তালা খোলা হয়।

news24bd.tv/TR