টাইমস স্কয়ারে বাংলাদেশিদের বিজয় মিছিল

টাইমস স্কয়ারে বাংলাদেশিদের বিজয় মিছিল

এফএ শোভন

শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর খবরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিজয় মিছিল ও সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। এসময় হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে আড়াইটায় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিনি ভারতের আগরতলায় পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এই খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের ঢল নামে। টাইমস স্কয়ারে বিজয় সভায় স্লোগান দেন তারা। এসময় 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার- কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার' শীর্ষক স্লোগানে মুখরিত হয়ে ওঠে টাইমস স্কয়ার।

এদিকে ঢাকার রাজপথ এখন সাধারণ জনতার দখলে।

আজ সোমবার দুপুর থেকে রাজধানীর পথে পথে আন্দোলনকারী সাধারণ জনতার বিজয় উল্লাস করতে দেখা গেছে। ছাত্র জনতাসহ গণভবনে ঢুকে পড়েছেন হাজারও মানুষ। সেখানেও বিজয় উল্লাসে মেতে উঠেছে হাজার হাজার মানুষ।

news24bd.tv/FA