ইরানে হানিয়ার জানাজায় মানুষের ঢল

ইরানে হানিয়ার জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক

গতকাল বুধবার (৩১ জুলাই) ইরানের তেহরানে এক হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার নামাজে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

ইসমাইল হানিয়ার জানাজা নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি।

হানিয়াকে কাতারে দাফন করা হবে।

এদিকে, মার্কিন গণমাধ্যম ইরানের নেতাদের বক্তব্য তুলে ধরে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি ইসরায়েলে আক্রমনের কথা বলেছেন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তার দেশ সাম্প্রতিক সময়ে শত্রুদের চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে, যার মধ্যে তেহরানে হামলার কয়েক ঘণ্টা আগে লেবাননে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা রয়েছে।

এসময় তিনি ইসরায়েলিদের সতর্ক করে দিয়ে বলেন, ‘সামনে আরও কঠিন সময় আসছে, কারণ মধ্যপ্রাচ্যে সংকট আরও বাড়বে। ’

লেবাননের বৈরুতে হামলার পর অনেক হুমকি শুনেছেন জানিয়ে নেতানিয়াহু জানান, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন।

অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আসন্ন সংকটের বিষয়ে সকলকে সতর্ক করেন।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক