ফ্রান্সে এবার টেলিকম স্থাপনায় হামলা

ফ্রান্সে এবার টেলিকম স্থাপনায় হামলা

অনলাইন ডেস্ক

ফ্রান্সে রেলের হামলার রেশ কাটতে না কাটতে এবার দেশটির টেলিকম স্থাপনায় হামলা হয়েছে। রোববার (২৮ জুলাই) ভোররাতে দেশটির অন্তত পাঁচটি অঞ্চলে মোবাইল টাওয়ার ও টেলিকম স্থাপনায় ওই হামলা হয়।  

দেশটির ডিজিটাল ম্যাটার্স বিষয়ক মন্ত্রী মারিনা ফেরারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

আকস্মিক এ হামলার কারণে ফ্রান্সের কিছু অঞ্চলে টেলিফোন ও মোবাইল যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ ধরনের তৎপরতাকে ‘কাপুরুষোচিত এবং দায়িত্বহীন’ বলেও উল্লেখ করেছেন মারিনা।

রয়টার্স এক প্রতিবেদনে খবরে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে টেলিকমের লাইন কাটা হয়েছে। ভাঙচুর করা হয়েছে রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং ফ্রান্স-লুক্সেমবার্গ সীমান্তবর্তী মেউজ এলাকায় এসএফআরের আঞ্চলিক দফতর ও টেলিকমসংক্রান্ত বিভিন্ন স্থাপনা।  

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

কারা হামলা করেছে, এ সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ফ্রান্স পুলিশও।

news24bd.tv/কেআই/আইএইচ