আইকনিক এমআর ২ ও সেলিকা স্পোর্টস কার ফিরিয়ে আনছে টয়োটা

৪০০ হর্সপাওয়ার সমৃদ্ধ 

আইকনিক এমআর ২ ও সেলিকা স্পোর্টস কার ফিরিয়ে আনছে টয়োটা

অনলাইন ডেস্ক

বিখ্যাত জাপানি গাড়ি কোম্পানি টয়োটা ৪০০ হর্সপাওয়ার সমৃদ্ধ দুটি আইকনিক পেট্রোলচালিত স্পোর্টস কারকে বাজারে আনতে চলেছে। গাড়ি দুটি ৬ স্পিড ম্যানুয়াল বিকল্পের সাথে কোনো ইলেক্ট্রিফিকেশন ছাড়াই চলবে।

জাপানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি ব্র্যান্ড টয়োট, স্পোর্টস কার এমআর ২ এবং সেলিকা বাজারে আনার এই পরিকল্পনা করেছে বলে ফোর্বসের এক প্রতিবেদন জানিয়েছে।

বৈদ্যুতিক গাড়ি এবং হাইব্রিড মডেলের গাড়ির এই যুগে জাপানের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারকরা টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন চালিত স্পোর্টস কার বাজারে আনার পরিকল্পনা করেছে।

গাড়ি প্রস্তুতকারক টয়োটা গত এক দশকে সিওন এফআর-এস (জিটি ৮৬), জিআর সুপ্রা, জিআর ইয়ারিস, জিআর করোলা এবং দ্বিতীয় প্রজন্মের একটি জিআর ৮৬ স্পোর্টি স্কুপ গাড়িগুলো বাজারে এনেছে।

জাপানের সবচেয়ে প্রভাবশালী কোম্পানি হিসেবে টয়োটা এমআর ২ এবং সেলিকাকে একসাথে ফিরিয়ে আনছে। যদিও টয়োটা একই নাম ব্যবহার করে এই দুটি আইকনিক গাড়িকে বাজারে আনবে কিনা তা এখনও অনিশ্চিত।

আশ্চর্যের বিষয় হল এই দুটি গাড়ি একই ইঞ্জিন ব্যবহার করবে যাতে কোনো ইলেক্ট্রিফিকেশন থাকবে না।

এই গাড়িতে কোনো বৈদ্যুতিক মোটর থাকবে না। এটি কোনো হাইব্রিড নয় বরং এতে আছে শুধু খাঁটি পেট্রোল ইঞ্জিন।

news24bd.tv/SC 

এই রকম আরও টপিক