বাইডেন যে কারণে সরে দাঁড়ালেন

বাইডেন যে কারণে সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক

আমেরিকার গণতন্ত্র  বাঁচাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ জুলাই) দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

বাইডেন তার সহকর্মী ডেমোক্রেট এবং দেশকে একত্রিত করতে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন জানিয়েছেন বলে জানান।

বাইডেন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, নতুন প্রজন্মের হাতে আগামীর মশাল তুলে দেব।

এটাই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার সেরা উপায়। ’

ব্যক্তিগত ইচ্ছা গণতন্ত্রের থেকে বড় হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আমাদের গণতন্ত্র রক্ষায় বাধা হতে পারে না। ’

গত ২১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথম জনসম্মুখে দেখা গেছে বাইডেনকে। এসময় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে অভিজ্ঞ, কঠোর এবং সক্ষম পার্টনার অভিহিত করেন তিনি।

গত মাসের শেষের দিকে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্সের পর প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে যাওয়ার জন্য শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের দিক থেকে চাপ আসতে থাকে। অবশ্য বাইডেন এ কথা উল্লেখ করেননি ভাষণে।

সূত্রঃ বিবিসি

এসএম

news24bd.tv/TR