সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশি

ফাইল ছবি

সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশি

অনলাইন ডেস্ক

টানা তিনদিনের সাধারণ ছুটির পর সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে নানা সহিংসতার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশির মুখে পড়তে হয়েছে কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের সামনে দেখা গেছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া প্রবেশের গেটে ছিল পুলিশ সদস্যরা।

তারা ব্যাপক তল্লাশি করে পরেই ঢুকতে দিয়েছেন।

যারা ব্যাগ নিয়ে সচিবালয়ে আসেন, তাদের ব্যাগ তল্লাশি করে পরেই ভেতরে প্রবেশের অনুমতি মিলেছে। এছাড়া নারীদের তল্লাশি করার জন্য নারী পুলিশও কাজ করেছে।

এদিকে, অফিস-আদালত খুললেও আজ ও আগামীকাল সরকারি-বেসরকারি অফিস চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্তই।

ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ ৭ ঘণ্টা শিথিল। অন্যান্য জেলার ক্ষেত্রে নিজ নিজ কর্তৃপক্ষ (জেলা প্রশাসক) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক