ছয় আনসার সদস্যর ২ দিনের রিমান্ড

সংগৃহীত ছবি

ছয় আনসার সদস্যর ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে দুই সমন্বয়ককে অবরুদ্ধ করে ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ছয় আনসার সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- শরিফুল ইসলাম, আহসান হাবিব, মনিরুজ্জামান, হাসিবুর রহমান, নাসির মিয়া ও শফিকুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক সাইমুল ইসলাম তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে আবেদন করলে আদালত ২ দিনের মঞ্জুর করে।

গত ২৫ আগস্ট রাত ৯টার সময় সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যরা দুই সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীরা তাদের মুক্ত করতে গেলে আনসার ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী ও সেনাসদস্য আহত হন। এর পরদিন ২৬ আগস্ট শাহবাগ থানার উপ-পরিদর্শক শামীম মীর মালত বাদী হয়ে ২০৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এছাড়া মামলায় অজ্ঞাত তিন হাজার আনসার সদস্যকে আসামি করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক