কর ও ব্যাংকিং সেক্টর সংস্কারে গুরুত্ব দিচ্ছি: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদ

কর ও ব্যাংকিং সেক্টর সংস্কারে গুরুত্ব দিচ্ছি: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

কীভাবে কর আহরণ আরও বাড়ানো যায় সে বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কর ও ব্যাংকিং সেক্টর সংস্কারে গুরুত্ব দিচ্ছি আমরা। কীভাবে কর আহরণ আরও বাড়ানো যায় তা থাকবে কর সংস্কারের মধ্যে। ’ 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘সবার জন্য সমান কর ব্যবস্থা করতে হবে। একই দাম দিয়ে সবাই পণ্য কেনে। আগের থেকে কর আহরণের পরিমাণ বেড়েছে। এটা আরও বাড়াতে হবে।

ভ্যাটের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হবে। ’ এ সময় ভ্যাট আহরণে জোর দেওয়ার তাগিদ দেন তিনি।  

উপদেষ্টা বলেন, ‘প্রত্যক্ষ করে সমস্যা নেই, পরোক্ষ করে কিছু সমস্যা আছে— সেটা কমাবো আমরা। মানুষ যাতে কর দিতে ঝামেলায় না পড়ে—এ জন্য আমরা ব্যবস্থাটা আরও সহজ করবো। ’ 

মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে কর দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘কর দেওয়ার ক্ষেত্রে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ’ 

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের অর্থের বড় একটা অংশ বাইরে থেকে আনতে হয়। এটা কমিয়ে নিজস্ব অর্থ দিয়ে কাজ করতে হবে। বিদেশি ঋণ যত কমিয়ে আনা যায়, সেই ব্যবস্থা করতে হবে। প্রকল্প করতে হবে বাছাই করে। তাহলে ঋণের পরিমাণ কমে যাবে। ’
news24bd.tv/আইএএম