প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বাড়লো রিজার্ভ

প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বাড়লো রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্সের প্রবাহ গত জুলাই থেকে আগস্ট মাসে বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৩০ কোটি ডলারে।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার কোটি ডলারের কাছাকাছি। জুলাইয়ের তুলনায় আগষ্টে রেমিট্যান্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হওয়ায় রেমিট্যান্স বেড়েছে বলেও জানান তিনি।  

news24bd.tv/TR