সীমিত যাত্রী নিয়ে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

সংগৃহীত ছবি

সীমিত যাত্রী নিয়ে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

অনলাইন ডেস্ক

সীমিত সংখ্যক যাত্রী নিয়ে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসগুলো। সকাল থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামের কিছু সংখ্যক বাস ছেড়ে গেছে।

যাত্রীদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীদের দেখা গেছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকেই এমন চিত্র।

তারা বলছেন, ক্লাস বন্ধ থাকার পাশাপাশি ঢাকার পরিস্থিতির কারণে বাড়ি ফিরছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, আজ সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বাস ছাড়া হবে। সকাল থেকে চট্টগ্রামে একটি এবং বরিশালে দুটিসহ মোট তিনটি বাস ছেড়েছে।

এদিকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ সময়ের মধ্যে চার ঘণ্টার জন্য খোলা হচ্ছে সরকারি-বেসরকারি অফিস। সেই সঙ্গে খুলছে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও। চলাচলও শুরু হয়েছে দূরপাল্লার বাসও।

news24bd.tv/FA