বাড্ডায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  

বাড্ডায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ।

 

এর আগে, সকাল সাড়ে ১০টার পরে কোটা সংস্কারের দাবিতে ব্র্যাকের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অনেক পুলিশ দেখা গেছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান রাখা রয়েছে। মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বরের গোলচত্বর পর্যন্ত বেশির ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে।

অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও লোকজনের চলাচল খুবই কম।

news24bd.tv/SHS