শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর কমিটি এ বিক্ষোভ মিছিল করে।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। সকাল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল এলাকায় অবস্থান নেয়।

এছাড়া কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার একপাশ অবরোধ করে রাখেন তারা।

বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

news24bd.tv/FA