শহীদদের স্বরণে ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতীকী ছবি

শহীদদের স্বরণে ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্বরণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি স্বৈরাচার থেকে এ দেশকে মুক্তি দান করেছেন। দেশের তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।  

এ আন্দোলনে আমরা শত শত মানুষকে হারিয়েছি, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন।

আমি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি দেশের জন্য আত্মউৎসর্গকারী সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

সারা দেশে শহীদ ও আহতদের উদ্দেশ্যে আমি ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তিদের নিম্নোক্ত কর্মসূচি পালনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

১. সারা দেশে সকল জনশক্তি ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে বাদ যোহর চলমান আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে গায়েবানা জানাযা ও দোয়া কর্মসূচি পালন করা।

২. যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করা এবং আহতদের সাথে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা প্রদান করা।

৩. সকল জনশক্তি ভাইদেরকে বেশি বেশি তাওবা এবং তাসবিহ পাঠ করার অনুরোধ। পাশাপাশি নফল নামাজ পড়ে মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রয়োজন।

মহান রব আমাদের সকলকে ধৈর্য্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করার তাওফিক দান করুন। আমীন।

news24bd.tv/কেআই