মেসির অশ্রুসিক্ত চোখ যেনো রোনালদোকেই মনে করিয়ে দিলো

মেসির অশ্রুসিক্ত চোখ যেনো রোনালদোকেই মনে করিয়ে দিলো

অনলাইন ডেস্ক

ইতোমধ্যে কোপা আমেরিকার শিরোপা তুলে নিয়ে ট্রেবল জেতার গৌরব অর্জন করেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১-০ গোলের জয় নিয়ে কোপা আমেরিকার ইতিহাসে ১৬তম শিরোপা জিতেছে মেসিবাহিনী।  

কিন্তু ম্যাচের ৬৬ মিনিটে কান্নাভেজা চোখে মাঠ থেকে উঠে যেতে হয় মেসির। কারণ ইনজুরি।

কলম্বিয়ান খেলোয়াড়ের এক হার্শ ট্যাকেলে কোপা আমেরিকা ফাইনালে মেসির পুরো ম্যাচ খেলার স্বপ্ন ভেঙে যায়।

প্রথমার্ধের ৩৫তম মিনিটে চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। তারপর বাকি সময়টা তাকে ভুগতে দেখা যায়। ভালভাবে খেলতেও পারছিলেন না।

অবশেষে ৬৬ মিনিটে তাকে উঠে যেতে হয়।

২০১৬ সালের ১০ই জুলাই ফ্রান্সের প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে খেলা হয়েছিলো ইউরো ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক একইভাবে পুরো ম্যাচ না খেলতে পেরে চোটের কারণে উঠে যান। সে সময় অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে দেখা যায় রোনালদোকে। যদিও তিনি ইনজুরি নিয়ে লড়াই চালিয়ে যেতে চাচ্ছিলেন কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি সময়ে স্ট্রেচারে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

সেই ম্যাচ মাঠের বাইরে থেকে সতীর্থদের সাহস জোগান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। সেই ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইউরো বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পান ক্রিস্টিয়ানো রোনালদো।

news24bd.tv/SC