সার্বিয়ার সাথে হতাশাজনক ড্র ইউরো চ্যাম্পিয়ন স্পেনের

সার্বিয়ার সাথে হতাশাজনক ড্র ইউরো চ্যাম্পিয়ন স্পেনের

অনলাইন ডেস্ক

নেশনস লিগে সার্বিয়ার সাথে ড্র করে হতাশা নিয়ে মাঠ ছাড়লো স্পেন। বৃহস্পতিবার রাতে মাঠে নেমে সার্বিয়ার বিপক্ষে হোঁচট খায় স্পেন। গোটা ম্যাচে ৭৩ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য স্পেন শট নেয় মোট ২১টি। যার ৫টি লক্ষ্যে ছিল।

অন্যদিকে, সার্বিয়ার ৯ শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

আরও পড়ুন: ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

এর আগে গত জুলাইয়ে ইউরো জয় করা স্পেন একাদশ সাজিয়েছিলো সেরাদের নিয়েই। বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে থাকা ইয়ামাল ম্যাচ জুড়ে দারুণ খেললেও দলকে জেতাতে পারেননি। স্প্যানিশদের একাদশে ছিলেন নিকো উইলিয়ামস, দানি ওলমো।

তবে তারাও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেননি।

সার্বিয়াকে ম্যাচটি ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচ। ম্যাচে সার্বিয়ার সেরা খেলোয়াড়ও বনে যান তিনি। ইয়ামাল-ওলমোদের বেশকিছু শট ঠেকিয়ে দেন তিনি। স্পেনের কোচ দ্বিতীয় হাফের শেষের দিকে পেদ্রি, তরেসকে নামিয়েও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি।

news24bd.tv/SC