রোনালদোর ৯০০ গোলের কীর্তিতে যা জানালো রিয়াল মাদ্রিদ

রোনালদোর ৯০০ গোলের কীর্তিতে যা জানালো রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

নিজের ক্যারিয়ারের ৯০০তম গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রাতে নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারানোর এই দিনে রোনালদোর এমন নজিরবিহীন রেকর্ডে শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ নিজেদের সাবেক খেলোয়াড়দের অর্জনে শুভেচ্ছাবার্তা পাঠাতে দেরি করে না।

আরও পড়ুন: ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

পর্তুগিজ তারকার এই অর্জন নিয়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি লিখেছে, ‘আরেকটি ঐতিহাসিক অর্জন, রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম বড় কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল।

অভিনন্দন, প্রিয় এবং প্রশংসিত ক্রিস্টিয়ানো! রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সমর্থকরা সবসময় তোমাকে নিয়ে গর্বিত। ’

আরও পড়ুন: সার্বিয়ার সাথে হতাশাজনক ড্র ইউরো চ্যাম্পিয়ন স্পেনের

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০ গোলের রেকর্ড রয়েছে রোনালদোর। ৩৯ বছর বয়সী রোনালদো বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে প্রথমার্ধের ৩৪ মিনিটে জালের দেখা পান। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল।

নিজের বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে তিনি গোল করেছেন ৭৬৯টি। বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল করেছেন তিনি। ক্লাবের পরিসংখ্যানে রিয়ালের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, য়ুভেন্তাসের হয়ে ১০১ এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল করেছেন সিআরসেভেন।

news24bd.tv/SC