গাজায় যুদ্ধ বন্ধ হওয়া উচিত: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

গাজায় যুদ্ধ বন্ধ হওয়া উচিত: বাইডেন

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা উপত্যকার যুদ্ধ এখন অবশ্যই বন্ধ হওয়া উচিত। বৃহস্পতিবার (১১ জুলাই) এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রশাসন কাজ করছে বলেও জানান বাইডেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের লিখিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েল ও হামাস।

এখন চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চলছে তৎপরতা। ইসরায়েলকে সমর্থন করলেও যুদ্ধকালীন মন্ত্রিসভার সমালোচনা করেছেন তিনি।

জো বাইডেন বলেন, কয়েক মাস ধরেই জিম্মিদের বাড়ি ফেরাতে আর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহ আগে যে লিখিত পরিকল্পনা দিয়েছিলাম সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জি-সেভেনেও অনুমোদিত হয়।

চুক্তি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এই যুদ্ধ এখন অবশ্যই বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য, ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে যোগ দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। সেখানে নিজ বক্তব্য দিতে গিয়ে বেশ কিছু ভাষাগত ভুলের কারণে বেশ সমালোচিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের এসব ভুল নিয়ে প্রশ্ন উঠছে আগামী মার্কিন নির্বাচনে তার পারফরম্যান্স নিয়ে। (সূত্র: রয়টার্স

news24bd.tv/SC