ফের ট্রলের শিকার লুবাবা 

ফের ট্রলের শিকার লুবাবা 

অনলাইন ডেস্ক

প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হন শিশু শিল্পী ও প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। এবার বাংলাদেশের রাজধানীর নাম বলে ট্রলের শিকার লুবাবা।

তার কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তরে পাবনার নাম বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস।

আসলে একটি খেলায় অংশ নিয়েই ভুল উত্তরটি দিয়েছে সে।

এক কনটেন্ট ক্রিয়েটরের কাছে ভুল উত্তর দিলে পুরস্কার পাবে—এমন প্রস্তাবে রাজি হয়ে যায় লুবাবা। এরপর প্রথম প্রশ্নটিই করা হয়, বাংলাদেশের রাজধানীর নাম কী?

প্রশ্ন শুনেই একটু ভেবেচিন্তে উত্তরে লুবাবা বলে, বাংলাদেশের রাজধানীর নাম পাবনা। দ্বিতীয় প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে প্রথমে লুবাবা জানি না বললেও পরে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমন উত্তর দিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল হাসির খোরাকে পরিণত হয়েছে লুবাবা।

যদিও অনেকে বিষয়টি বোঝার চেষ্টা করে বলেছেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে এই শিশুশিল্পী। আবার কেউ লিখেছেন, রাজধানীর নাম ঢাকা, অথচ এটাই জানে না লুবাবা! কেউ বলছেন, খেলাটাই এমন।

এর আগে ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের স্বীকার হয় এই শিশুশিল্পী।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক