নবম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন শিক্ষকদের

নবম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন শিক্ষকদের

অনলাইন ডেস্ক

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে নবম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষক সমিতির মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কর্মসূচিতে অচল হয়ে পড়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরসহ দেশের অন্তত ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ক্লাস বন্ধ রেখে সকাল ১১টায় কলা ভবনের সামনে থেকে মিছিল বের করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে কলা ভবনের নিচে আন্দোলন শুরু করেন শিক্ষকরা।

তারা জানান, নবম দিনে এসে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তবে দাবি মেনে না নিলে আন্দোলন থামবে না বলেও জানান তারা। এদিন আরও পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি নিজামুল হক ভূঁইয়া।

এদিকে, আজ মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক সমিতি ও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান আন্দোলনকারী শিক্ষকরা। পাশাপাশি দাবি মেনে নিলে অতিরিক্ত ক্লাস নিয়ে তা বর্তমানের ক্ষতি পূরণ করা হবে বলেও জানান শিক্ষকরা।

news24bd.tv/SHS