সোহরাওয়ার্দী উদ্যানে নামছে মানুষের ঢল  

উদ্যানে ঢুকছেন আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা।

সোহরাওয়ার্দী উদ্যানে নামছে মানুষের ঢল  

নিজস্ব প্রতিবেদক

রোববার (২৩ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্লাটিনাম জয়ন্তী ৭৫তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাস্থলে যাচ্ছেন। দুপুর ১টা থেকেই ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল আসা শুরু হয়েছে।   সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নামছে।

সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালী মন্দিরের গেট, তিন নেতার মাজার গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা।

আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ গেইটটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে।

এর মধ্যে আশুলিয়া থেকে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম, কেরানীগঞ্জের সংসদ সদস্য (এমপি) কামরুল ইসলাম ও ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন।

news24bd.tv/ডিডি