ডিপজলের কাছ থেকে সালামি পেয়ে যা বললেন জায়েদ খান

ডিপজলের কাছ থেকে সালামি পেয়ে যা বললেন জায়েদ খান

অনলাইন ডেস্ক

ঈদুল আজহায় এক বান্ডিল টাকা সালামি নিয়ে ফের আলোচনায় ‘ভাইরালম্যান’ খ্যাত চিত্রনায়ক জায়েদ খান। খল অভিনেতা চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে তিনি এক বান্ডিল টাকা সালামি পেয়েছেন।

ডিপজলের কাছ থেকে সালামি নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জায়েদ খান নিজেই।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ সালামী কত পেলাম?’ ভিডিওতে দেখা গেছে, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন জায়েদ খান।

এরপর তাকে এক বান্ডিল টাকা সালামি হিসেবে দেন অভিনেতা ডিপজল।

ভিডিওতে জায়েদ খান বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ’ এর পরেই ডিপজলের প্রয়াত বড় ভাইয়ের কথা স্মরণ করেন অভিনেতা। পাশাপাশি গাবতলীর পশুর হাট ডিপজল লিজ নিয়েছেন বলেও ভক্তদের জানান জায়েদ খান।

যদিও কত টাকা সালামি পেয়েছেন সেটি ভিডিওতে স্পষ্ট করেননি জায়েদ। ভিডিওর শেষে গাবতলীর পশুর হাট প্রসঙ্গে কথা বলেন অভিনেতা ডিপজলও।

 news24bd.tv/TR