ঈদুল আজহায় জাকের পার্টির বিশাল জামাত বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে

ঈদুল আজহায় জাকের পার্টির বিশাল জামাত বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে

অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আজ সোমবার ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জামাতে নামাজ আদায় করেন।

সারাদেশ থেকে আগত  শান্তিকামী মানুষ এ জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

এরপরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) এর রওযা শরীফ জিয়ারত করা হয়।

ঐতিহ্যবাহী এ জামাতে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল সারাদেশ থেকে মানুষের ঢল নামে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে।  

নামাজ শেষে পশু কোরবানি শুরু হয়। ঐতিহ্য অনুযায়ী ৩ দিনব্যাপী পশু কোরবানি হবে বাইশরশি জাকের মঞ্জিলে।

news24bd.tv/TR