হাঙ্গেরির বিপক্ষে জয় দিয়ে ইউরো শুরু সুইজারল্যান্ডের

হাঙ্গেরির বিপক্ষে জয় দিয়ে ইউরো শুরু সুইজারল্যান্ডের

অনলাইন ডেস্ক

জমজমাট আসরে দিনের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে ইউরোর শুভ সূচনা করলো সুইজারল্যান্ড। শনিবার (১৫ জুন) জার্মানির রেইনএনার্জিস্তাদিওনে ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোলের দেখা পায় সুইজারল্যান্ড।

মিচেল এবিশেরের পাস থেকে হাঙ্গেরির গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে ঢোকান কুয়াদো দুয়া। প্রথমে অফসাইডের সংকেত দিলেও ভিএআর চেক করার পর সিদ্ধান্ত বদলান রেফারি।

এরপর ব্যবধান দ্বিগুণ করার বেশ কয়েকটি সুযোগ পায় সুইসরা। আর তাতেই সফলতা আসে বিরতির আগমুহূর্তে। রেম ফ্রয়লারের পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন এবিশের। যদিও তা ঠেকানোর সাধ্য ছিল না হাঙ্গেরি গোলরক্ষক পিতার গুলাসির।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে হাঙ্গেরি। বেশ কয়েকবারের আক্রমণে যাওয়ার সুযোগ পায় তারা।

ম্যাচের ৬৬ মিনিটে দমিনিক সবোসলাইয়ের ক্রসে দারুণ এক হেডে ব্যবধান কমান বারনাবাস ভারগা। এই ম্যাচ দিয়ে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে (২৩ বছর ৭ মাস বয়সে) ইউরোতে খেলার রেকর্ড গড়েন সবোসলাই। ভাঙেন ২৪ বছরের পুরনো রেকর্ড।

কিন্তু সেই অব্দিই হাঙ্গেরির লড়াই ছিলো। হাঙ্গেরির আশায় গুড়েবালি করেন ব্রিল এম্বালো। ডি বক্সের ভেতর ডান পায়ের শটে ব্যবধান ৩-১ করেন তিনি। আর তাতেই জয় ছিনিয়ে নেয় সুইজারল্যান্ড।

news24bd.tv/SC