রাঙামাটিতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু   

রাঙামাটিতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু   

অনলাইন ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ।

নিহতরা হলেন- মোহাম্মদ জুয়েল হক (৩৫), মোহাম্মদ ওবায়দুর (২৭), মো. আক্কাস মিয়া (৩৮) ও মোহাম্মদ বাচ্চু মিয়া (৩৩)। তবে নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা যায়, রাঙামাটির লংগদু উপজেলার মাইনি মুখ বাজার থেকে একটি ইঞ্জিনচালিত কান্ট্রিবোট চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে পোকশাপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বোটটি ওই উপজেলার মিনাবাজার এলাকায় পৌছাঁলে ঝড়ের মুখে পড়ে। এ সময় তীব্র ঝড় হওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে মারা যান মোহাম্মদ জুয়েল হক, মোহাম্মদ ওবায়দুর, মো.আক্কাস মিয়া ও মোহাম্মদ বাচ্চু মিয়াসহ এক নারী যাত্রী।

বজ্রপাতে মো. আক্কাস মিয়া উল্টে কাপ্তাই হ্রদে পড়ে যান বোট থেকে। ঝড় থেমে গেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।

বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক