দেশব্যাপী গরুর হাটে এপেক্স-এর উদ্ভাবনী কাস্টমার এনগেজমেন্ট এক্টিভিটি

গরুর হাটে শপিং ব্যাগ নিয়ে এপেক্সের প্রতিনিধি

দেশব্যাপী গরুর হাটে এপেক্স-এর উদ্ভাবনী কাস্টমার এনগেজমেন্ট এক্টিভিটি

অনলাইন ডেস্ক

এপেক্স ফুটওয়্যার লিমিটেড শুধুমাত্র সেরা মানের জুতা সরবরাহের জন্যই নয় বরং উদ্ভাবনী মার্কেটিং স্ট্রাটেজি এবং তা বাস্তবায়নের মাধ্যমে ভোক্তার মনোযোগ আকর্ষণ করার জন্যও সর্বদা জনসাধারণের নজরে থাকে। সম্প্রতি তারা ইদ-উল-আজহা উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন গরুর হাটগুলায় একটি উত্তেজনাপূর্ণ এবং উদ্ভাবনী কাস্টমার এনগেজমেন্ট এক্টিভিটি নিয়ে এসেছে। এই অনন্য উদ্যোগটি ব্র্যান্ডটিকে এই ইদ-উল-আজহার মৌসুমে কাস্টমার কমিউনিটির কাছাকাছি আনতে সাহায্য করে।

এই কাস্টমার এনগেজমেন্ট এক্টিভিটির সময়, কিছু এপেক্স প্রতিনিধিকে এপেক্স-এর বড় শপিং ব্যাগ নিয়ে দেশের শীর্ষ গরুর হাটগুলোর মধ্য দিয়ে ঘুরতে দেখা যায়।

যখনই কোন ভোক্তা এই এপেক্স প্রতিনিধির সাথে বড় ব্যাগটি নিয়ে একটি ছবি তুলছেন এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে #ApexEid2024 হ্যাশট্যাগ সহ একটি পাবলিক পোস্ট করছেন, ঠিক তখনই এপেক্স-এর কাছ থেকে হাটে উপস্থিত এই এপেক্স প্রতিনিধির মাধ্যমে এপেক্স-এর ভাউচার জিতে নিতে পারছেন। এই কার্যক্রমটি ১৪ই জুন ২০২৪ থেকে ১৫ই জুন ২০২৪ পর্যন্ত দেশব্যাপী ৮টি বিভাগের ১৬টি শীর্ষ গরুর হাটজুড়ে চলছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক