চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মামলায় স্ত্রী নাজমা আক্তার হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে স্ত্রী নাজমাকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালে নাজমা আক্তার ও সাইফুল ইসলামের বিয়ে হয়। নাজমার সঙ্গে স্বামী সাইফুল ইসলামের পারিবারিক বিরোধ ছিল। বিরোধের জেরে ২০১৩ সালের ১৮ জুন রাতের কোনো এক সময় মারধর ও ছুরিকাঘাতে নাজমা আক্তারকে হত্যা করা হয়।

নাজমা আক্তার হত্যার ঘটনায় বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রে ১৫ জনকে সাক্ষী করা হয়।

news24bd.tv/কেআই