ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে পারেন মার্ক রুট

মার্ক রুট।

ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে পারেন মার্ক রুট

অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুট পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব মনোনীত হতে পারেন। বৃহস্পতিবার ফিনিস প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। খবর রয়টার্সের।

ন্যাটোর বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

তিনি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। গত বছরের জুলাইয়ের তার মেয়াদ শেষ হয়। রাশিয়ার ইউক্রেনে যুদ্ধের মুখে তাকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দেওয়া হয়। জুলাইয়ে তার মেয়াদ শেষ হবে।
 

১৯৪৯ সালের ৪ জুলাই পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠা হয়। বর্তমানে এর সদস্য ৩২টি। রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে। প্রথমে ফিনল্যান্ড সদস্যপদ পায়। তুরস্কের দীর্ঘ আপত্তি শেষে সুইডেন চলতি বছরের ৮ মার্চ ন্যাটোর সদস্য পদ পায়।

news24bd.tv/DHL