‘সরকারের বিরুদ্ধে যাওয়ার সক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই’

ফাইল ছবি

‘সরকারের বিরুদ্ধে যাওয়ার সক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই’

নিজস্ব প্রতিবেদক

সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার মত সক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ করা হরিজন সম্প্রদায়ের অবস্থা পরিদর্শনে এসে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের।

জি এম কাদের বলেন, সরকার আর সাধারণ মানুষদের মানুষ মনে করছে না। সাধারণ মানুষকে উপেক্ষা করে তাদের ঘর বাড়ি ভেঙ্গে কখনও দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন উচ্ছেদ নিয়ে জাতীয় সংসদে কথাও তুলেছিল জাতীয় পার্টি। কিন্তু তাদের কোনো কথা কর্ণপাত করা হয়নি বলেও জানান জি এম কাদের।

এসময় দ্রুতই রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা এই সম্প্রদায়ের মানুষগুলোর পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জাতীয় পার্টি তাদের মতো ব্যবস্থা নেবে।

news24bd.tv/FA