আফতাবনগরে বসবে না পশুর হাট: ডিএসসিসির আইনজীবী

সংগৃহীত ছবি

আফতাবনগরে বসবে না পশুর হাট: ডিএসসিসির আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

আপিল বিভাগের আদেশ পাওয়ার পর রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য পুনরায় ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান শুভ। ফলে এবার ঈদুল আজহায় আফতাবনগরে কোনো পশুর হাট বসবে না।

বুধবার ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহারের লিগ্যাল নোটিশ পাঠানোর পরে আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির আইনজীবী।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এ নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানানো হয়।

এর আগে ৪ এপ্রিল ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।

news24bd.tv/FA