বনশিল্প উন্নয়ন করপোরেশনে একাধিক পদে চাকরি 

প্রতীকী ছবি

বনশিল্প উন্নয়ন করপোরেশনে একাধিক পদে চাকরি 

অনলাইন ডেস্ক

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন। এ প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ভান্ডাররক্ষক
পদসংখ্যা: ৯

২. পদের নাম: গাড়ি/কারচালক
পদসংখ্যা: ৫

৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১০০

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২০

৫. পদের নাম: ট্রাক্টরচালক
পদসংখ্যা: ৮

৬. পদের নাম: ট্রাকচালক
পদসংখ্যা: ৬

বয়সসীমা
বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১, ২, ৫ ও ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

news24bd.tv/TR 
 

সম্পর্কিত খবর