চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ট্যারিফ বসালো ইইউ

চীনে প্রস্তুত বৈদ্যুতিক গাড়ি আমদানীর ক্ষেত্রে ৩৮ শতাংশ ট্যারিফ বসানোর ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন

চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ট্যারিফ বসালো ইইউ

অনলাইন ডেস্ক

চীনে প্রস্তুত বৈদ্যুতিক গাড়ি আমদানীর ক্ষেত্রে ৩৮ শতাংশ ট্যারিফ বসানোর ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, যার কড়া সমালোচনা করেছে চীন সরকার। খবর রয়টার্সের।

ঘোষণাটি এমন সময়ে এলো যখন মাত্র এক মাস আগেই চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের পরেই ইইউ জানিয়েছিলো তারা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ১৭ শতাংশ বা তারও বেশি ট্যারিফ বসাতে পারে।

ট্যারিফ বসানোর সিদ্ধান্তকে ভর্তুকি কমানোর উপায় বলে উল্লেখ করেছে ইইউ। এর ফলে ইতোমধ্যে চাহিদার কমতি ও মূল্য হ্রাসের মধ্যে থাকা চীনের গাড়ি নির্মাতাদেড় খরচ কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে।

চীনের বৈদ্যুতিক গাড়ির সহজলভ্যতার ফলে ইউরোপিয়ান বিদ্যুতিক গাড়ির স্বল্পতা দেখা দিয়েছে ইউরোপের বাজারে। ২০১৯ সালে যেখানে ইউরোপের বাজারে চীনের বৈদ্যুতিক গাড়ির শেয়ার ছিলো ১ শতাংশের কম, সেখানে ২০২৪ সালে এসে এই শেয়ারের পরিমাণ হয়েছে ৮ শতাংশেরও বেশি।

চীনা বৈদ্যুতিক গাড়ির দামও ইউরোপিয়ান বৈদ্যুতিক গাড়ির চেয়ে ২০ শতাংশ কম।

এদিকে, ইইউর এই সিদ্ধান্তের ফলে যেসকল ইউরোপিয়ান গাড়ি নির্মাতা চীনে তাদের গাড়ি বিক্রি করেন তাদের শেয়ারের দাম পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিএমডব্লিউর মতো বড় বড় ইউরোপিয়ান প্রতিষ্ঠানের ওপরও এবার ট্যারিফ প্রযোজ্য হবে।

news24bd.tv/ab