রাজনীতি নিয়ে ভাবছি না, আগে বাবা হত্যার বিচার চাই: ডরিন

সংগৃহীত ছবি

রাজনীতি নিয়ে ভাবছি না, আগে বাবা হত্যার বিচার চাই: ডরিন

নিজস্ব প্রতিবেদক

বাবা হত্যার সুষ্ঠু বিচার চায় নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বিচারে যাতে বাঁধা না আসে সে ব্যাপারে অনুরোধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেছেন তিনি।

বুধবার (১২ জুন) মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ডরিন বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটকের পর তাকে ছাড়ানোর জন্য তদবির ও চাপ দেয়া হচ্ছে।  ডরিন দাবি করেন, গ্যাস বাবু আমার বাবার প্রতিপক্ষ।

কে তাকে টাকা দিয়েছে। মিন্টু চাচাকে ধরেছে। অবশ্যই তার বিরুদ্ধে কোন প্রমাণ পেয়েছে ডিবি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে ডরিনকে আশ্বাস দিয়েছেন।

সাক্ষাত শেষে সাংবাদিকদের ডরিন বলেন, রাজনীতি নিয়ে এখন চিন্তা করছি না। আগে বাবার হত্যাকাণ্ডের বিচার চাই। ডিএনএ টেস্টের জন্য এখনও ডাকেনি ভারতে। ডাকলে যেতে প্রস্তুত আছি যাওয়ার জন্য।

আনারকন্যা আরও বলেন, আসামিদের ছাড় দেয়ার জন্য তদবির করা হচ্ছে। চাপ দেয়া হচ্ছে। বড় বড় জায়গা থেকে ফোন দেয়া হচ্ছে ছাড় দেয়ার জন্য। কোন চাপে পড়ে যেন বাবার হত্যাকাণ্ডের বিচারের তদন্ত বন্ধ না হয়। সঠিক তদন্ত চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই।

news24bd.tv/FA