পরকীয়া প্রেমে কারণে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী 

পরকীয়া প্রেমে কারণে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী 

অনলাইন ডেস্ক

বরগুনায় পরকীয়া প্রেমে জড়িতদের কারণে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। গুরুতর আহত অবস্থায় স্বজনরা বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মঙ্গলবার (১১ জুন) রাত সোয়া ১০টার দিকে বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বামনা উপজেলার তালেশ্বর গ্রামের আব্দুল হানিফ চৌকিদারের ছেলে অটোচালক মো. ফোরকান (২৮)।

জানা যায়, পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে ওই নারী বেশ কিছুদিন যাবৎ স্বামী ফোরকানের সঙ্গে ঝগড়া করছিলেন। রোববার রাত সোয়া ১০টার দিকে ওই ভাড়া বাসার নিজ কক্ষে দ্বিতীয় স্ত্রী তার স্বামীর লুঙ্গি উঠিয়ে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় গুরুতর জখম হয়ে তিনি চিৎকার করলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বামনা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফোরকানকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোর কুমার মণ্ডল বলেন, বামনায় স্ত্রী স্বামীর পুরুষ লিঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে। আহত ফোরকান এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/কেআই