স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

প্রতীকী ছবি

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

অনলাইন ডেস্ক

রাজশাহীর তানোরে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন স্বামী। নিহত ওই গৃহবধূর নাম সাথী বেগম (২২)। তিনি দুই সন্তানের মা।  

গৃহবধূর বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামে।

তার বাবার নাম শহিদুল ইসলাম। পুলিশ স্বামী আয়াতুল্লাহকে (২৬) গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তানোর থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, স্বামীর পরকীয়ায় বাধা দিয়ে আসছিলেন স্ত্রী।

এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও ঝগড়া চলছিল। বুধবার দুপুরে এর জেরে আয়তুল্লাহ বাজার থেকে পেট্রোল এনে স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রতিবেশিরা ওই গৃহবধূকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সাথীর মৃত্যু হয়।  

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, পরকীয়ার জেরে স্বামী তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় তানোর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে।

news24bd.tv/কেআই