আশ্রয়ণের ঘর নিজের সম্পত্তি হিসেবে রক্ষণাবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আশ্রয়ণের ঘর নিজের সম্পত্তি হিসেবে রক্ষণাবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

গৃহহীন ও ভূমিহীন মানুষের মধ্যে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমালসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও সরকার ঘর তৈরি করে দেবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আশ্রয়ণে দেয়া ঘরগুলো নিজের সম্পত্তি হিসেবে রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো মানুষই ভূমিহীন থাকবে না এটাই লক্ষ্য ছিলো বঙ্গবন্ধুর। আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসার পরপরই গৃহায়ন প্রকল্প হাতে নেয় এবং বাস্তবায়ন করে।

news24bd.tv/FA