রাজধানীর বেড়িবাঁধে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর বেড়িবাঁধে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধ লাগোয়া শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকায় হঠাৎ করে কেমিক্যালের বিষাক্ত গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকার ১ জনের মৃত্যু এবং প্রায় শ' খানেক লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্পের সহকারী ইনচার্জ (এ এস আই) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, কবির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় সকাল ৭টার দিকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রুহুল আমিন জানান, কয়েকদিন আগে কবির ঢাকায় আমার বাসায় বেড়াতে আসে। আজ সকালের দিকে আদাবর বেড়িবাঁধে হাঁটতে বেরিয়েছিল। এমন সময় একটি বাঙালি দোকানের পাশের মেইন রোডে কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়। এসময় ওই কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে।

আমার ভাইও এই গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়ে। পরে  দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

news24bd.tv/FA