বেঞ্চে রোলানলদো, ক্রোয়েশিয়ার কাছে পরাস্ত পর্তুগাল

বেঞ্চে রোলানলদো, ক্রোয়েশিয়ার কাছে পরাস্ত পর্তুগাল

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারলো পর্তুগাল। এই ম্যাচে শুরুর একাদশে তো দূরের কথা বরং বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেঞ্চেই বসিয়ে রাখা হয় তাকে।

ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোল হজম করার এই দিনে লুকা মদ্রিচ এবং আনতে বিদিমির দুটি গোল করেন।

যদিও ম্যাচের শুরুর দিকেই লিড পায় ক্রোয়েশিয়া।

সপ্তম মিনিটে ডি বক্সে কোভাসিচকে ফাউল করে বসেন ভিতিনহা। পেনাল্টি পায় সফরকারী দল। স্পট কিকে ডিয়েগো কস্তাকে পরাস্ত করে জালে বল পাঠান মদ্রিচ।

লিড ধরে রেখেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

বিরতির পর জোয়াও ফেলিক্সের পরিবর্তে ডিয়েগো জোতাকে মাঠে নামান কোচ মার্টিনেজ। কোচের আস্থার প্রতিদান মিনেট তিনেক পরেই দেন। ৪৮ মিনিটে পর্তুগালকে সমতায় ফেরান এই অ্যাটাকার। সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। ৮ মিনিট পরেই ক্রোয়েটদের লিড এনে দেন আন্তে বুদিমির।

আর সেই গোলেই জয় সুনিশ্চিত হয়ে যায় ক্রোয়েটদের।  

news24bd.tv/SC