দাঁড়িয়ে থাকা পিকআপকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালক-হেলপারের

দাঁড়িয়ে থাকা পিকআপকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালক-হেলপারের

মাদারীপুর প্রতিনিধি

 মাদারীপুরের শিবচরের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ভাঙ্গা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার গভীর রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজের পূর্ব পাশের ভাঙ্গা-মাওয়া হাইওয়ের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা-মাওয়া হাইওয়ের ওপর ভাংগামুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ট্রাক ড্রাইভার মো. উজ্জ্বল (৩৫) ও হেলপার মো. রায়হান (২১) গুরুতর আহত হন।

পরে শিবচর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাকিল আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

news24bd.tv/তৌহিদ