স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যখাতে মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৭ জুন) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভালো ভালো চিকিৎসক, নার্স রয়েছেন। আধুনিক সব মেশিনপত্রও রয়েছে।

চিকিৎসার পাশাপাশি সবাই মিলে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করলে আমাদের রোগীরা চিকিৎসার জন্য আর দেশের বাইরে যাবেন না।

এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, স্থানীয় ওয়ার্ড কমিশনার শেখ মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

news24bd.tv/SC