আনার হত্যার বিচার চলছে, কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

আনার হত্যার বিচার চলছে, কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার অবশ্যই হবে, বিচারের তদন্তে কেউ বাঁধা দিচ্ছে না। বিচার নিয়ে কোনো ধরনের চাপ নেই। চাপ থাকার প্রশ্নই আসে না।

বুধবার (১২ জুন) নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাবা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সাক্ষাত করেন।

এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, বাবার তদন্তে যাতে কোনো বাঁধা না আসে সেটা বলতে সংসদ সদস্য আনারের মেয়ে আমার কাছে এসেছে। আসামিদের ছাড় দেয়ার জন্য তদবির করা হচ্ছে। চাপ দেয়া হচ্ছে।

বড় বড় জায়গা থেকে ফোন দেয়া হচ্ছে ছাড় দেয়ার জন্য। তবে বিচার নিয়ে কোনো ধরনের চাপ নেই।

মন্ত্রী বলেন, সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, সাপ্লাই চেইনও বন্ধ হয়নি। ঈদ নিয়ে কোন আশংকা নেই, কোন ঝামেলা হবে না। সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারবে দেশের জনগণ।

এসময় আসাদুজ্জামান খান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেনজীরের বিরুদ্ধে আসা অভিযোগের দায় নেয়ার প্রশ্নই আসে না। তিনি যখন চাকরিতে ছিলেন তখন কি করেছেন সেটা বের হয়নি। এখন যখন এসব সামনে আসছে তখন সেটার তদন্ত চলছে। তদন্তে যা বের হবে সে অনুযায়ী বিচার হবে।

news24bd.tv/FA